বৃষ্টির ইতি, মেঘলা আবহাওয়া কাটিয়ে রোদের মুখ দেখবে রাজ্য
Jan 31, 2020, 09:17 AM IST
1/6
গতরাতে ঘনকুয়াশার চাদরে ঢেকেছিল কলকাতার বিক্ষিপ্ত অংশ। বৃহস্পতিবার গভীর রাতে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে বাইপাস বরাবর চিংড়িঘাটা সাইন্সসিটি মা ফ্লাইওভার রুবি মোড় পাটুলি-সহ বিভিন্ন এলাকায় ব্যপক কুয়াশা দেখা যায়। (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)
2/6
শ্রাবন্তি সাহা: যদিও রাতের পর অবশেষে পরিস্কার আকাশের পূর্বাভাস। মেঘলা আবহাওয়া কেটে যাবে। আবহাওয়া দফতর সূত্রে খবর আজ থেকেই ফের ঝলমলে রোদের মুখ দেখবে রাজ্য।
photos
TRENDING NOW
3/6
সকালের দিকে বেশ কিছু এলাকায় কুয়াশা থাকলেও বেলা বাড়লে কুয়াশা কেটে যাবে। বলছে হাওয়া অফিস।
4/6
পশ্চিমী ঝঞ্জা সরার কারণেই আপাতত বৃষ্টিতে ইতি।
5/6
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি।