পাকিস্তানে বয়ে যাওয়া তিনটি নদীর জল ফেলা হবে যমুনায়: গডকড়ী

Feb 21, 2019, 15:59 PM IST
1/5

পুলওয়ামা হামলার পর কূটনৈতিকস্তরে বিশ্বজুড়ে পাকিস্তানকে কোণঠাসা করছে ভারত সরকার। অর্থনৈতিক দিক থেকেও পাকিস্তানকে শায়েস্তা করার প্রক্রিয়া চলছে। শুক্রবার সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ বা মোস্ট ফেভারড নেশনস-এর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পাকিস্তানকে। ফলে পাকিস্তানি আমদানিকৃত পণ্যের শুল্ক বেড়ে হল ২০০ শতাংশ। এবার পড়শির জল সরবরাহ বন্ধ করতে চাইছে নয়াদিল্লি। 

2/5

তিনটি নদী ভারত থেকে পাকিস্তানের দিকে বয়ে চলে। ওই তিনটি নদীর জল কার্যত আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 

3/5

বৃহস্পতিবার উত্তরপ্রদেশে ৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা করতে গিয়ে নিতিন গডকড়ী বলেন,''পাকিস্তানের দিকে বয়ে গিয়েছে তিনটি নদী। ওই তিনটি নদীর জল এবার যমুনাতে ফেলার প্রক্রিয়া চলছে। ফলে যমুনা নদীতে জলের পরিমাণ আরও বেড়ে যাবে''। 

4/5

জানা গিয়েছে, তিনটি নদীর জল খালের মাধ্যমে ফেলা হবে যমুনায়। বাগপতে যমুনা নদীতে তৈরি হবে বন্দর। ওই বন্দর দিয়ে বাংলাদেশ ও মায়ানমারে পাঠানো হবে চিনি।

5/5

তিনটি নদীর সঙ্গে যমুনাকে জোড়ার ফলে নতুন জলপথ তৈরি হবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে নিশ্চিতভাবে জলসংকট তৈরি হবে পাকিস্তানে।