বিরোধী জোট মজবুত করতে মোহালিতে মমতা, তৈরি হতে পারে অভিন্ন ন্যূনতম কর্মসূচির খসড়া

Feb 21, 2019, 13:32 PM IST
1/5

দেশ জুড়ে বিজেপি বিরোধী শক্তিকে ঐকবদ্ধ করত বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  পশ্চিমবঙ্গে নিজের ঘাঁটি শক্ত করার পর এবার ভিন রাজ্যে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  পাঞ্জাবের মোহালিতে বসছে মহাজোটের পরবর্তী বৈঠক।  বৈঠকে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  থাকছেন সব বিরোধীরা।  কংগ্রেস থাকলে, রাহুল গান্ধী এই বৈঠকে থাকছেন কিনা, তা এখনই স্পষ্ট নয়।

2/5

১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেডে কার্যত মহাজোটের প্রথম বৈঠক হয়। এরপর  ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে  হয় দ্বিতীয় বৈঠক। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে সেদিনও অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে আলোচনা হয়।  

3/5

১৩ ফেব্রুয়ারির বৈঠকে সিদ্ধান্ত হয়, জোট গড়েই ভোটে যাবে বিরোধীরা। মোদীকে হটাতে তৈরি হবে ব্লু প্রিন্ট।

4/5

এই বৈঠকেরই   অঙ্গ হিসেবে তৈরি  হবে অভিন্ন ন্যূনতম কর্মসূচি। সেই কর্মসূচির খসড়া চূড়ান্ত করতেই আবার পঞ্জাবের মোহালিতে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।

5/5

তাই মোহালির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।