ফাঁসির আগের মুহূর্তেও কোনও অনুশোচনা ছিল না নির্ভয়ার চার দোষীর, দাবি ফাঁসুড়ের

Mar 21, 2020, 14:26 PM IST
1/5

অনুশোচনা ছিল না চারজনের

অনুশোচনা ছিল না চারজনের

গ্রামের বাড়িতে পৌঁঁছেছে নির্ভয়ার দোষী অক্ষয় ঠাকুরের দেহ। সেখানে তাঁর নয় বছরের ছেলে তাঁর মুখাগ্নি করেছে। তবে এবার ফাঁসুড়ে পবন জল্লাদ চার দোষীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন। 

2/5

অনুশোচনা ছিল না চারজনের

অনুশোচনা ছিল না চারজনের

সাত বছর লড়াই করার পর ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন নির্ভয়ার মা। গোটা দেশের অসংখ্য মানুষ নির্ভয়ার চার দোষীর শাস্তি চেয়েছিলেন। শেষমেশ সেটাই হয়েছে। 

3/5

অনুশোচনা ছিল না চারজনের

অনুশোচনা ছিল না চারজনের

পবন জল্লাদ জানিয়েছেন, ফাঁসির আগের মুহূর্তেও চার দোষীর মধ্যে কৃতকর্মের জন্য কোনও অনুশোচনা ছিল না। যা দেখে ফাঁসুড়ে পবন অবাক হয়েছিলেন। 

4/5

অনুশোচনা ছিল না চারজনের

অনুশোচনা ছিল না চারজনের

ফাঁসির দিন সকালে প্রথমে অক্ষয় এবং মুকেশকে নিয়ে যাওয়া হয়। তার পর পবন আর বিনয়কে নেওয়া হয়। প্রতিটি বন্দির জন্য ছজন করে কারারক্ষী ছিল। 

5/5

অনুশোচনা ছিল না চারজনের

অনুশোচনা ছিল না চারজনের

পবন জল্লাদ আগেই বলেছিলেন, তিনি ওই চারজনকে শাস্তি দেওয়ার জন্য মুখিয়ে ছিলেন। এদিনও তিনি সেটাই বললেন। পবন জানালেন, তিনি নিজের ধর্ম পালন করেছেন। দোষীরা শাস্তি পেয়েছ। আর তিনি তাতে বেজায় খুশি।