ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর জেলে ঠাঁই হল ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদীর

Mar 21, 2019, 16:32 PM IST
1/5

ভয়ঙ্কর জেল

ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর জেলে ঠাঁই হল ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদীর

ঋণখেলাপি নীরব মোদীর এখন ঠাঁই হয়েছে ব্রিটেনের হাজতে। মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর বুধবার তাঁকে আদালতে তোলা হয়। তাঁর জামিনের আর্জি খারিজ করে দিয়ে আদালত তাঁকে ২৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে।

2/5

ভয়ঙ্কর জেল

ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর জেলে ঠাঁই হল ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদীর

এই ন'দিন আরও বিপাকে পড়তে হবে ভারতের এই হিরে ব্যবসায়ীকে। কারণ, তাঁকে রাখা হয়েছে ব্রিটেনের ওয়ান্ডসওয়ার্থ জেলের সলিটারি সেলে। ওই জেলই ব্রিটেনের সবচেয়ে খারাপ বলে পরিচিত।

3/5

ভয়ঙ্কর জেল

ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর জেলে ঠাঁই হল ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদীর

ওয়ান্ডসওয়ার্থ জেল হল ব্রিটেনের সবচেয়ে বড়। সেখানে নানা ক্যাটাগরির বন্দি রাখা হয়। এর মধ্যে নীরবকে বি-ক্যাটাগরিতে রাখা হয়েছে। নিরাপত্তার বিশেষ প্রয়োজন নেই কিন্তু পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন বন্দিদেরই ব্রিটেনে বি-ক্যাটাগরিতে রাখা হয়।

4/5

ভয়ঙ্কর জেল

ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর জেলে ঠাঁই হল ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদীর

ওই জেলের নিয়মের বেশ কড়াকড়ি রয়েছে। একটু এদিক-ওদিক হলেই বিপদ। কড়া শাস্তির মুখে পড়তে হয় বন্দিদের। ২০১৩ সালে এমনই একটি খবর সামনে এসেছিল যে সেখানে বন্দিদের প্রায় ২২ ঘণ্টা আটকে রাখা হয়।

5/5

ভয়ঙ্কর জেল

ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর জেলে ঠাঁই হল ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদীর

ওই জেলে বেশ কিছু ভয়ঙ্কর দুষ্কৃতী রয়েছে। এছাড়াও সন্ত্রাসবাদীদেরও সেখানে রাখা হয়। এখন তাদের সঙ্গেই থাকতে হচ্ছে নীরবকে।