EXPLAINED | Azerbaijan Plane Crash Updates: ভয়ংকর বিমান-দুর্ঘটনায় মৃত্যু ৩৮! মৃত্যুকে সামনে থেকে দেখে জীবনে ফিরলেন ৩২...
Azerbaijan Airlines Plane Crash Updates: অনেকেই পুড়ে মারা গিয়েছেন বলে ধরা হচ্ছিল। শেষমেশ সংখ্যাটা জানা গেল। আরও জানা গেল, কী ভাবে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার বড়দিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছিল কাজাকাস্তানে (Kazakhstan Plane Accident)। বুধবার আকতাউ বিমানবন্দরে নামার সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন বলে মনে করা হয়েছিল। তবে পরে জানা যায়, সংখ্যাটা কিছু কম। গিয়েছে। তবে ভয়াবহতা কিছু কম ছিল না। অনেকেই পুড়ে মারা গিয়েছেন বলে ধরা হচ্ছিল। শেষমেশ সংখ্যাটা জানা গেল।
1/6
বিমানদুর্ঘটনা
আজারবাইজান এয়ারলাইন্সের (Azerbaijan Airlines) এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে মাঝপথে বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলটেরা। অনুমতিও মেলে। অনুমতি মেলার পরে অকতাউ বিমানবন্দরে অবতরণ করতে শুরু করে এটি। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছিল, বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে এসে রানওয়েতে আছড়ে পড়ল। আর প্রায় সঙ্গে সঙ্গেই আগুন লেগে গিয়েছিল বিমানটিতে।
2/6
কত মৃত্যু?
photos
TRENDING NOW
3/6
৩৮ মৃত্যু, ৩২ বেঁচে ফেরে
5/6
ইমার্জেন্সি সিচুয়েশন
6/6
পাখির সঙ্গে ধাক্কা
photos