আইপিএলে বড়সড় বদলের সম্ভাবনা, আটের বদলে খেলতে পারে এতগুলো দল!

Nov 21, 2019, 13:07 PM IST
1/5

আইপিএলে বাড়বে দল সংখ্যা

আইপিএলে বাড়বে দল সংখ্যা

আইপিএলে বড়সড় বদল আসেতে পারে। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলে অন্তর্ভুক্ত করতে চাইছে। 

2/5

আইপিএলে বাড়বে দল সংখ্যা

আইপিএলে বাড়বে দল সংখ্যা

তবে আপাতত বোর্ড একটি দল বাড়াতে পারবে আইপিএলে।সামনের বছর আইপিএল হতে পারে নটি দলকে নিয়ে। 

3/5

আইপিএলে বাড়বে দল সংখ্যা

আইপিএলে বাড়বে দল সংখ্যা

জানা যাচ্ছে, বোর্ড দুটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তর্ভুক্ত করতে চাইলেও আপাতত তা পারছে না। ২০২২ পর্যন্ত নটি দলকে নিয়েই অনুষ্ঠিত হবে আইপিএল। আইসিসির ফিউচার টুর প্রোগ্রাম-এর জন্য বিসিসিআই নটি দলের আইপিএল আয়োজনের অনুমতি পাবে। 

4/5

আইপিএলে বাড়বে দল সংখ্যা

আইপিএলে বাড়বে দল সংখ্যা

নটি দলের আইপিএলে মোট ম্যাচ হবে ৭৬টি। তবে দশ দলের আইপিএল আয়োজনে এখন বেশ কিছু সমস্যা রয়েছে বিসিসিআই। কারণ দশ দলের আইপিএল করলে ম্যাচ সংখ্যা বাড়বে। আর তাতেই সমস্যা। 

5/5

আইপিএলে বাড়বে দল সংখ্যা

আইপিএলে বাড়বে দল সংখ্যা

আহমেদাবাদে তৈরি হচ্ছে নতুন ক্রিকেট স্টেডিয়াম। ১.১ লাখ লোক একসঙ্গে বসে খেলা দেখতে পারবে সেখানে। সামনের বছর মার্চ মাস নাগাদ এই স্টেডিয়াম নির্মাণের কাজ শেষ হবে। আহমেদাবাদ থেকে পরবর্তী ফ্র্যাঞ্চাইজি নিতে পারে বিসিসিআই। আইপিএলের নবম ফ্র্যাঞ্চাইজি হিসাবে গুজরাট হতে পারে বলে খবর।