প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্যের মন্ত্রীদের তুলোধনা ধনখড়ের

Nov 21, 2019, 12:31 PM IST
1/6

অয়ন ঘোষাল: বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের রাজ্যকে তুলধনা করলেন রাজ্যপাল। স্বাস্থ্য প্রতিমন্ত্রী থেকে মেয়র প্রত্যেকের নাম করেই প্রশ্ন তুললেন জগদীপ ধনখড়। নিজের দফতরের দিকে নজরের পরামর্শ দিলেন চন্দ্রিমাকে। পাশাপাশি স্বচ্ছ অভিযানের ধ্বজা না উড়িয়ে ফিরহাদ হাকিমকে শহরের অবস্থার দিকে নজর দেওয়ার কথাও বলেন রাজ্যপাল।

2/6

মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "ক্রিকেট টিমের মতো এক এক করে রাজ্য আমার সামনে ব্যাটসম্যান পাঠাচ্ছে। আর তাঁরা আমাকে নিয়ে কথা বলে চলে যাচ্ছে। আমি বোলার নই। আমি এ রাজ্যের আম্পায়ার। আমি তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই কথা বলতে রাজি। তিনি আসুন, কথা বলুন। কোনও অসুবিধা নেই।"

3/6

পুলিসের মদতেই ডোমকলে তাঁকে কালো পতাকা দেখানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার পাল্টা রাজ্যপালকে 'গুপী গাইন, বাঘা বাইন' বলে কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ দিন সকালে কার্যত নাম নিয়েই জগদীপ ধনখড় বলেন, "বোন চন্দ্রিমাকে বলছি, আপনার নিজের দফতরে রাশি রাশি সমস্যা আছে। আপনি আমার কথা ছেড়ে এবার সেগুলোর দিকে মন দিন। এমন যেন না হয়, যে সবাই মিলে মৌচাকে হাত দিলেন আর অসুবিধায় পড়ে গেলেন।"

4/6

এরপর প্রশ্নবান গিয়েছে ববি হাকিমের দিকেও। রাজ্যপালের কথায়, "ববি হাকিম ভাই, আপনি তো খুব স্বচ্ছ অভিযানের ধ্বজা তোলেন, আমি রাজভবন থেকে রবীন্দ্র সরোবর আসার পথে শহরের যে চেহারা দেখলাম, আপনি কি তা দেখেছেন? একদিন সকালে সময় করে দেখুন। কী অবস্থা নিজের চোখে দেখুন।"

5/6

ধনখড়ের ফের প্রশ্ন, ২৬ তারিখ সংবিধান দিবস, তার আগে রাজ্যকে প্রশ্ন করুন, রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে আমি কি ন্যূনতম সম্মান বা সহযোগিতা পাই? কেন পাই না? প্রশ্ন করুন। 

6/6

সবমিলিয়ে বৃহস্পতিবার আরও একবার সামনে এল রাজ্য়-রাজ্যপাল সংঘর্ষ।