ভরদুপুরে রাতের অন্ধকার কলকাতায়, তুমুল দুর্যোগ, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

Jan 30, 2020, 13:28 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন : ভরদুপুরেই নামল সন্ধ্যা। আকাশ কালো করে ঘন মেঘ। সকাল থেকেই ছিল কুয়াশা। দুপুর হতেই আকাশ জুড়ে কালো মেঘ। আঁধারে ডুবল শহর কলকাতা। সঙ্গে শুরু তুমুল বৃষ্টি। দেখা যাচ্ছে না দুহাত দূরের কোনও কিছু। ভর দুপুরে হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলছে গাড়ি। ক্যামেরাবন্দি দুর্যোগের ছবি। দেখুন সেই ছবি। (ছবি সৌজন্যে- সুদেষ্ণা পাল, সুখেন্দু সরকার ও প্রিয়ঙ্কা দত্ত)

2/10

শুধু কলকাতা নয়। জেলাতেও ভরদুপুরে মুষলধারে বৃষ্টি নামে। কোথাও শিলাবৃষ্টিও হয়। হুগলির শ্রীরামপুর, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া সহ বিভিন্ন এলাকায় মুষলধারায় বৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টি হয় বেলুড়ে (ছবি- প্রীতম দে)।

3/10

আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল ৩০ তারিখে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

4/10

পশ্চিমী ঝঞ্জার জেরেই বজ্রবিদ্যুৎ সহ এই ঝড়বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

5/10

মাত্র মিনিট দশেকের বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তায় জল জমে যায়।

6/10

রেড রোডে ভেঙে পড়ে গাছও। দুর্ভোগের মধ্যে পড়েন পথচলতি মানুষজন।

7/10

ভরদুপুরে এমন দৃশ্য দেখে অনেককেই রাস্তায় দাঁড়িয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করতে শুরু করেন।

8/10

পূর্বাভাস বলছে, আজ দিনভর বৃষ্টি চলবে। এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

9/10

10/10