আগামী বছর মহালয়ার এক মাস পরে দুর্গাপুজো! কেন জেনে নিন

Oct 04, 2019, 12:55 PM IST
1/5

২০২০ সালে মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো হবে। আগামী বছর আশ্বিনে নয়, মা আসছেন কার্তিকে।  

2/5

আগামী বছর অর্থাত ২০২০ সালে মহালয়া ১৭ সেপ্টেম্বর।

3/5

বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্ত প্রেস দুই পঞ্জিকা মতেই, আগামী বছর দুটো অমাবস্যা একই মাসে পড়ায় আশ্বিন মাস মল মাস। ফলে পুজো পিছিয়ে কার্তিক মাসে হবে।

4/5

২০২০ সালে মহালয়া ১৭ সেপ্টেম্বর হলেও, দেবী দুর্গার বোধন অর্থাৎ ষষ্ঠী পড়েছে তার ৩৫ দিন পর, ২২ অক্টোবর।

5/5

 ১৯৮২ সালে এবং ২০০১ সালেও এমন ঘটনা ঘটেছিল। মহালয়ার সঙ্গে দেবীর বোধনের সময়ের তফাত্ ছিল এক মাসেরও বেশি সময়।