আসছে বছর পুজোয় লম্বা ছুটি, জেনে নিন ষষ্ঠী থেকে দশমী কোন তারিখ, কোন বার!

Oct 16, 2018, 13:51 PM IST
1/8

আসছে বছর পুজোয় লম্বা ছুটি

1

দেখতে দেখতে সপ্তমী চলে এল। পুজো তো আসছে আসছেই ভাল! এসে গেলেই তো মাত্র চারটে দিন কেটে যাবে তড়িঘড়ি। আবার এক বছরের জন্য অধীর আগ্রহে বসে থাকতে হবে। আসছে বছর কিন্তু পুজোয় লম্বা ছুটি। এবারও অবশ্য ছুটি লম্বাই ছিল। কারণ, চতুর্থী ও পঞ্চমী উইকএন্ড-এ। 

2/8

আসছে বছর পুজোয় লম্বা ছুটি

2

আগামী বছর ষষ্ঠী ৪ অক্টোবর। রাজ্যে এখন পঞ্চমী থেকেই ছুটি পড়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর পঞ্চমী থেকে ছুটির প্রথা চালু করেছেন। 

3/8

আসছে বছর পুজোয় লম্বা ছুটি

3

২ অক্টোবর গান্ধী জয়ন্তী। ফলে পুজোর ছুটি শুরু হয়ে যাবে ২ অক্টোবর থেকেই। যা চলবে ৮ অক্টোবর পর্যন্ত। 

4/8

আসছে বছর পুজোয় লম্বা ছুটি

4

এখন আবার পুজো দশমীতেই শেষ নয়। বড় পুজোর রেশ চলে রাজ্য সরকারের আয়োজিল কার্নিভাল পর্যন্ত। 

5/8

আসছে বছর পুজোয় লম্বা ছুটি

5

৮ অক্টোবর বিজয়া দশমীর পরও চলবে পুজোর রেশ। রাজ্য সরকারের কার্নিভাল হতে হতে ১০ অক্টোবর পেরিয়ে যাবে। ততদিনে চলে আসবে লক্ষীপুজো। 

6/8

আসছে বছর পুজোয় লম্বা ছুটি

6

আগামী বছর অবশ্য লক্ষীপুজোর তারিখ ১৩ অক্টোবর। যা কিনা রবিবার। ফলে লক্ষীপুজোর ছুটি নষ্ট হতে পারে। 

7/8

আসছে বছর পুজোয় লম্বা ছুটি

7

আগামী বছর ষষ্ঠী পড়েছে শুক্রবার, দশমী মঙ্গলবার। এক্ষেত্রে সপ্তমী, অষ্টমী যথাক্রমে শনিবার ও রবিবার।

8/8

আসছে বছর পুজোয় লম্বা ছুটি

8

চলতি বছরে এখনও পুজোর আনন্দ অনেকটাই বাকি সবার। এরই মাঝে সামনের বছরের পুজোর তারিখ জেনে নিতে কার না ভাল লাগে! এক উত্সবের মাঝে আসন্ন আরেক উত্সবের মহড়া সেরে নেওয়া আর কী!