চলতি বছরের শুরুর দিকেই আইসিসির চেয়ারম্যান পদ থেকে শশাঙ্ক মনোহর ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা চলছে। কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান?
2/5
আইসিসি চেয়ারম্যান পদের জন্য জমা পড়ে দুটি নাম। নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে এবং সিঙ্গাপুরের ইমরান খোয়াজা মনোনয়ন পত্র জমা দেন।
photos
TRENDING NOW
3/5
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নিউ জিল্যান্ডের গ্রেগ বার্কলে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
4/5
নিউ জিল্যান্ডের নাগরিক বার্কলে। একজন আইনজীবী। ২০১২ সাল থেকে তিনি নিউ জিল্যান্ড ক্রিকেটের একজন ডিরেক্টার। আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের পদ থেকে ইস্তফা।
5/5
আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বার্কলে বলেন, "আইসিসি-র চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্মানের। আমাকে সমর্থন করার জন্য আইসিসি ডিরেক্টরদের ধন্যবাদ জানাই। খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব। আমি আইসিসির ১০৪টি দেশের প্রতিনিধি হিসেবে কাজ করব।"