মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর, একদরে বিক্রি হবে আলু
Nov 25, 2020, 13:59 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: কাল থেকে রাজ্যের সমস্ত সরকারিভাবে নথিভুক্ত বাজারে ২৫ টাকা দরে (একদরে) জ্যোতি আলু পাওয়া যাবে। সমস্ত খুচরো বিক্রেতাকে ২২ টাকা কেজি দরে জ্যোতি আলু দেবে কৃষি বিপনন দফতর।
2/5
সেই আলু ২৫ টাকায় বিক্রি করবেন বিক্রেতা। কৃষি বিপনন সচিব রাজেশ সিংহা গতকাল এই মর্মে টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করেন।
photos
TRENDING NOW
3/5
এরপরই টাস্কফোর্স বাজার কমিটি গুলির সঙ্গে বৈঠক করে। সরাসরি বাজার কমিটির সঙ্গে কৃষি বিপনন দফতর ও টাস্কফোর্সের সমন্বয়ে জ্যোতি আলু বিক্রি করা হবে।
4/5
শর্ত একটাই , শুধু এই আলুই বিক্রি করতে হবে। পরিচিত আড়তদারের থেকে অন্য বা বেশি দামে জ্যোতি আলু কিনে, একই দোকানে দুইরকম দামে আলু বিক্রি করা যাবে না।
5/5
এই নিয়মের অন্যথা হলে সেই বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে কৃষি বিপনন দফতর।