অভিনব বাগান তৈরি করে সবুজায়নের বার্তা দিচ্ছেন দমদমের রানা দা

Jul 28, 2019, 14:24 PM IST
1/5

যেমন দৃষ্টি সুখ, তেমনই মনেরও। এক অন্য মনোরম পরিবেশের দেখা মিলল দমদম সেভেন ট্যাঙ্কে। 

2/5

প্রাক্তন সরকারি কর্মচারী পার্থসারথি গঙ্গোপাধ্যায় ওরফে রানা দা গোটা পাড়াটাকেই সাজিয়ে তুলেছে নানান রঙ বাহারি গাছে। 

3/5

ফেলা দেওয়া বিভিন্ন প্লাস্টিকের সামগ্রিকে টব বানিয়ে তাতেই ফুটিয়ে তুলেছেন নানান ধরনের শিল্প কর্ম। তৈরি করেছেন ভার্টিক্যাল গার্ডেন।

4/5

২০১৫ সালে অবসর নেওয়ার পর থেকেই তিনি ব্যস্ত হয়ে পড়েন তাঁর সাধের বাগান তৈরিতে। দিনের বেশিরভাগ সময়টাই দেন গাছ পরিচর্যায়। তাঁকে এই কাজে সাহায্য করেন বাড়ির লোক থেকে প্রতিবেশী সকলেই।

5/5

বাতিল প্লাস্টিকের বোতল ও অন্যান্য সামগ্রী দিয়ে দুর্গা, স্বরস্বতী, গণেশ-সহ নানান দেব দেবীর মূর্তি করে তাতে গাছ লাগিয়ে সবুজায়নের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন সকলের রানা দা। শুধু গাছ নয় বিভিন্ন মাছেরও সম্ভার রয়েছে তার ডালিতে।