ভারতের বাজারে ফিরল Hero-র সব থেকে সস্তা মোটরবাইক

Jan 18, 2018, 17:44 PM IST
1/5

ভারতের বাজারে নিজেদের সব থেকে সস্তা মোটরবাইক ফিরিয়ে আনল হিরো। গত বছর এই মোটরবাইক উত্পাদন বন্ধ করে দিয়েছিল তারা। নতুন রুপে সেই HF Dawn-কে ফেরাল হিরো। দিল্লিতে এই মোটরসাইকেলের এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৩৭,৪০০ টাকা।

2/5

নতুন মোটরবাইকটির লুকে বেশ কিছু পরিবর্তন করেছে হিরো। পুরনো ভার্সনের ইঞ্জিন ভারত স্টেজ ফোর দূষণবিধির অনুকূল ছিল না। নতুন ভার্সনে তা আপডেট করা হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র ওডিশায় লঞ্চ করা হয়েছে এই মোটরবাইক। তবে ক্রমশ দেশের অন্যত্র এই বাইক বিক্রি শুরু করবে হিরো। নতুন HF Dawn-এ রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। রয়েছে ৪ স্পিড গিয়ারবক্স।

3/5

নতুন এই ইঞ্জিন থেকে মিলবে ৮ অশ্বশক্তি ক্ষমতা ও ৮ নিউটোমিটার টর্ক। রয়েছে নতুন গ্রাফিক্স। আপাতত সেলফ স্টার্টের বিকল্প না থাকলেও ভবিষ্যতে হিরো তা যোগ করতে পারে বলে আশা করা হচ্ছে। মোটরবাইকটিতে ড্রাম ব্রেক ও স্পোক হুইল ব্যবহার করা হয়েছে। পরে অ্যালয় হুইল ও ডিস ব্রেকও আসবে বলে জানিয়েছে হিরো।

4/5

নতুন হিরো HF Dawn-এর ওজন ১০৫ কিলোগ্রাম। মোটরবাইকটিতে রয়েছে ৯.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক। ভারতে হিরোর সব থেকে সস্তা মোটরবাইক ২০১৮ হিরো HF Dawn। ভারতের বাজারে বাজাজ সিটি ১০০ বি ও টিভিএস স্পোর্টস-এর সঙ্গে টক্কর হবে এই বাইকের

5/5

এক নজরে ফিচার - ৯৭.২ সিসি এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ৪ স্পিড গিয়ারবক্স। মিলবে ৮ অশ্বশক্তি ক্ষমতা, ৮ নিউটোমিটার টর্ক।  বাইকটিতে রয়েছে ৯.৫ লিটার তেলের ট্যাঙ্ক। ওজন ১০৫ কিলোগ্রাম।