Netaji-র ১২৫তম জন্মজয়ন্তী: বাংলার শিকড়ের খোঁজে Victoria

Jan 23, 2021, 19:43 PM IST
1/6

২৩ জানুয়ারি শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছিল ভিক্টোরিয়া। 

2/6

আলোর কারসাজিতে ভিক্টোরিয়ার গায়ে প্রতিফলিত হল বাংলার মনীষীদের ছবি। এই ছবিতে ভিক্টোরিয়ার গায়ে আলোর কায়দায় স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবি।  

3/6

এই ছবিতে ভিক্টোরিয়ার গায়ে আলোর কায়দায় ফুটে উঠে দুই দেশনায়ক মহাত্মা গান্ধী ও নেতাজী সুভাষচন্দ্রের প্রতিচ্ছবি। 

4/6

ভিক্টোরিয়ার গায়ে আলোর কায়দায় ফুটে উঠেছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিচ্ছবি। 

5/6

আলোর কায়দায় ফুটে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের বেশকিছু ঝলক। ফুটে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবিও। 

6/6

এদিন আলোর কারসাজিতে ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল যেন বাংলার শিকড়ের খোঁজ করল।