মঙ্গলবার ছত্তীসগড়ের নারায়ণপুর জেলায় জঙ্গলের মধ্যে দিয়ে একটি বাসে যাচ্ছিলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের(DRG) জওয়ানরা। সেই সময়ে রাস্তায় পুঁতে রাখা আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদিরা। বিস্ফোরণের দাপটে রাস্তায় বিশাল গর্ত হয়ে যায়।
photos
TRENDING NOW
3/5
বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ সংবাদমাধ্য়মে বলেন, ওই বিস্ফোরণে ৩ ডিআরজি জওয়ান ও ১ পুলিস কর্মী শহিদ হয়েছেন। আহত হয়েছেন মোট ১৪ জওয়ান। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
4/5
বাসটিতে ছিলেন মোট ২৭ জওয়ান। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় আটিবিপির ৪৫ নম্বর ব্যাটালিয়ন। গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেন আইটিবিপির জওয়ানরা।
5/5
ছত্তীসগড়ের ডিজিপি ডিএম অবস্তী সংবাদমাধ্যমে জানিয়েছেন, মাওবাদী দমন অভিয়ান শেষ করে ফিরছিল ওইসব জওয়ানরা। কেদেনারা থেকে কানহারগাঁওর দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ।