আদৌ কি বাংলাকে গুরুত্ব দিচ্ছেন মোদী? না সংগঠনের ব্যর্থতা? ফের পিছোল নমোর সভা

Jan 23, 2019, 19:11 PM IST
1/5

অঞ্জন রায়: লোকসভা ভোটের আগে হারাকিরি রাজ্য বিজেপিতে। বাংলায় কোনও কর্মসূচিই নির্ধারিত দিনক্ষণে করতে পারছেন না দিলীপ ঘোষরা। আরও একবার পিছোল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। বারবার এভাবে সভা পিছিয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে আদৌ কি পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিচ্ছে বিজেপি? নাকি সভা আয়োজনের সাংগঠনিক দক্ষতা অর্জন করতে পারেননি রাজ্য নেতারা। 

2/5

প্রধানমন্ত্রীর রাজ্যে আসার কথা ছিল ২৮ জানুয়ারি, ২ ফেব্রুয়ারি ও ৮ ফেব্রুয়ারি। তিন জায়গায় সভা করতেন মোদী। 

3/5

এবার বদলে গেল সফরসূচি। ২ দিন আসছেন রাজ্যে। একইদিনে বনগাঁ ও আসানসোলে সভা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর এই পরিবর্তিত সুচির কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

4/5

২ ফেব্রুয়ারি একইদিনে বনগাঁর ঠাকুরনগর ও আসানসোল বা দুর্গাপুরে সভা করবেন মোদী। ৮ ফেব্রুয়ারি রয়েছে শিলিগুড়িতে সভা। 

5/5

তার আগে ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর। কিন্তু সেই সভা মার্চে করার সিদ্ধান্ত নেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য নেতারা জানান, দিল্লি থেকে নির্দেশ এসেছে, রাজ্য জুড়ে কয়েকটি সভা করার পর ব্রিগেড করা হবে।