1/10
মোদীর জমানায় শিখর ছুঁয়েছে বেকারত্ব। ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্ট বলছে, নোট বাতিলের পর দেশের বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ। শেষ ১৯৭২-৭৩ সালে দেশের বেকারত্বের হার এত বেশি ছিল। ২০১১-১২ সালে দেশে বেকারত্বের হার সব থেকে কম ছিল ২.২ শতাংশ।সমীক্ষায় দেখা যাচ্ছে ২০১৭-১৮ সালে দেশের যুবকদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৭.৪ শতাংশ। যুবতীদের মধ্যে বেকারত্বের হার ছিল ১৩.৬ শতাংশ। দেশের শিক্ষিত জনসংখ্যার মধ্যে ২০১৭-১৮ সালে বেকারত্বের হার ছিল ১৫.২ শতাংশ।
2/10
photos
TRENDING NOW
3/10
4/10
5/10
6/10
7/10
8/10
9/10
10/10
মোদী আরও বলেন,''গ্রামীণ এলাকায় নতুন সার্ভিস সেন্টার খুলেছে। ৩-৪ জন কর্মী কাজ করেন। এসটিডি-র বুথ লাগলেও কর্মসংস্থান হত বলে কংগ্রেসি জমানায় দাবি করা হত। এভাবেই দেশে দ্বিগুণ গতিতে তৈরি হচ্ছে সড়ক। কোটি কোটি ঘর তৈরি হচ্ছে। এগুলি রোজগার দিচ্ছে। স্বনির্ভরতার লক্ষ্যে স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ, মুদ্রার মতো প্রকল্প শুরু করেছে কেন্দ্র''।
photos