৭২ বছরের অপেক্ষা শেষ করার পর কী প্রতিক্রিয়া নরেন্দ্র মোদীর?
Jan 09, 2019, 23:50 PM IST
1/5
রাজ্যসভায় আর্থিক সংরক্ষণ বিল পাশ হওয়ার পর সন্তোষপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক ন্যায়ের জয় হয়েছে বলে মনে করেন নমো।
2/5
টুইটারে মোদী লেখেন,''বিলটি এত সমর্থন পাওয়ায় খুশি। দারুণ বিতর্ক হয়েছে অধিবেশন কক্ষে। একাধিক সদস্য নিজেদের মতামত দিয়েছেন''।
photos
TRENDING NOW
3/5
বুধবার রাজ্যসভায় পাশ হয়েছে আর্থিক সংরক্ষণ বিল। সংবিধান সংশোধনী বিলের পক্ষে ভোট পড়েছে ১৬৫টি। বিপক্ষে ৭টি ভোট। এই বিল পাশের ফলে উচ্চবর্ণের আর্থিকভাবে দুর্বলরা এবার পেতে চলেছেন ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা।
4/5
এটি সামাজিক ন্যায়ের জয় বলেও মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ''ভারত বদলে যুবশক্তির বল নিশ্চিত করল এই বিল''। ভারতের স্বাধীনতা সংগ্রামীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
5/5
এবার বিলটিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করলে তা আইনে পরিণত হবে।