সাড়ে ৬ লাখ টাকা! নয়া ট্রাফিক আইন আসার পর এটাই সর্বোচ্চ জরিমানা!

Sep 14, 2019, 15:18 PM IST
1/6

গত শুক্রবার দিল্লিতে ২ লক্ষ টাকার বেশি জরিমানা করা হয় এক চালককে। তাঁর কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে অভিযোগ। মোটা অঙ্কের জরিমানার বিরোধিতা করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়।   

2/6

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বাদে দেশজুড়ে নয়া ট্রাফিক আইন লাগু হওয়ার পর প্রায়শই মোটা অঙ্কের জরিমানা খবর মিলেছে। 

3/6

গত ১০ অগস্ট চালান কাটা হয়েছিল এবং এই খবর প্রকাশ্যে আসে গতকাল। জানা যাচ্ছে ওই ট্রাকের চালক দিলীপ কার্তা উপযুক্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

4/6

নাগাল্যান্ডের একটি ট্রাক সাত-সাতটি ট্রাফিক আইন ভাঙে বলে অভিযোগ। পুরনো ভেহিকলস আইনেই জরিমানা করা হয় ৬,৫৩,১০০ টাকা। 

5/6

এখন পর্যন্ত যা চালান কাটা হয়েছে, অঙ্কের নিরিখে এটাই সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুরে।

6/6

নয়া মোটর ভেহিকলস আইনে নয়, পুরনো আইনেই প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার চালান কাটল ওড়িশা পুলিস।