Nag Panchami 2024: আজ নাগপঞ্চমীতে ৫০০ বছর পরে ৫ দুর্লভ যোগ, সঙ্গে শুভ যোগ ও সিদ্ধ যোগ...

Nag Panchami 2024 Rashifal: আজ, ৯ অগাস্ট, শুক্রবার নাগ পঞ্চমী। বলা হচ্ছে, এবারের নাগপঞ্চমী তিথি খুবই বিশেষ। কারণ এদিন ৫০০ বছর পরে তৈরি হচ্ছে বিশেষ যোগ।

| Aug 09, 2024, 20:25 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাগ পঞ্চমী। বাংলার ধর্মীয় সংস্কৃতিতে দিনটির বিশেষ গুরুত্ব। আজি সেই দিন। আজ ৯ অগস্ট, শুক্রবার নাগ পঞ্চমী। জ্যোতিষ গণনা অনুযায়ী এ বারের নাগপঞ্চমী তিথি বিশেষ। কারণ এ দিন ৫০০ বছর পর পাঁচটি দুর্লভ যোগ ও রাজযোগ তৈরি হচ্ছে। 

1/6

রাজযোগ

যার শুভ প্রভাব পড়বে বেশ কিছু রাশির জাতকদের জীবনে। এই তিথিতে শুক্র ও বুধ সিংহ রাশিতে যুতি করে তৈরি করেছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। 

2/6

৩০ বছর পরে

আবার ৩০ বছর পরে শনি কুম্ভ রাশিতে ভ্রমণ করে শশ রাজযোগ তৈরি করেছে। এই তিথিতে কন্যা রাশিতে উপস্থিত চাঁদ রাহুর সঙ্গে সমসপ্তক যোগ তৈরি করেছে।

3/6

শুভ ও সিদ্ধ যোগ

এ ছাড়াও শুভ যোগ ও সিদ্ধ যোগের প্রভাব থাকছে এই নাগ পঞ্চমীতে। এই পাঁচ রাজযোগের প্রভাবে তিন রাশির ভালো দিন শুরু হতে চলেছে। ভাগ্যবান রাশির তালিকায় কারা?

4/6

মিথুন রাশি

সৌভাগ্য সদাই এঁদের সঙ্গে থাকবেন। বিদেশেযাত্রার যোগ। আর্থিক ভাবে ভালো সময়, কেরিয়ারের জন্যও ভালো।

5/6

সিংহ রাশি

এঁদের দাম্পত্যজীবন সুন্দর থাকবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। সামাজিক সম্মান ও প্রতিষ্ঠা বাড়বে। সময়টা ইচ্ছাপূরণের। চাকরিজীবীদের পক্ষে ভালো।

6/6

কুম্ভ রাশি

এঁদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।