গ্যালিলিওর ‘আঙুল রহস্য’

Mar 29, 2018, 11:46 AM IST
1/15

Galilieo-1

Galilieo-1

বিজ্ঞানী গ্যালিলিও চেয়েছিলেন, মৃত্যুর পর তাঁর দেহ সমাধিস্থ করা হোক তাসকানির ব্যাসিলিকা দি সান্তা ক্রোসে। সেখানেই তাঁর পিতা এবং পরিবারের সমাধি রয়েছে।

2/15

Galileo_2

Galileo_2

সব ঠিকঠাক থাকলেও কিন্তু শেষ পর্যন্ত ওখানে তাঁকে সমাধিস্থ করা যায়নি। কারণ, তিনি ছিলেন সমাজের ‘শত্রু’। যে সময় বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন, সে সময় গ্যালিলিও-কে মেনে নেয়নি। তাঁর মহাকাশ জগত নিয়ে গবেষণা  আঘাত হানে তখনকার ক্যাথলিক চার্চগুলির উপর। রাতারাতি গ্যালিলিও ‘সত্যকে মিথ্যা’ বানিয়ে ফেলছেন এই অভিযোগে একঘরে করে দেওয়া হয় তাঁকে।

3/15

Galilieo_3

Galilieo_3

মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সামান্য এক চ্যাপেলের ছোট্ট ঘরে সমাধিস্থ করা হয় গ্যালিলিও-কে।

4/15

Galilieo_4

Galilieo_4

এরপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। গ্যালিলিও ফিকে হয়ে গিয়েছেন। প্রায় পাঁচ দশক পর আইজ্যাক নিউটন যখন তাঁর বই ‘ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অব ন্যাচারাল ফিলোজফি’-এ গ্যালিলিওর গবেষণা পত্র সত্যি বলে সিলমোহর দেন, তখন ফের টনক নড়ে ‘ধর্মগুরু’দের।

5/15

Galilieo_5

Galilieo_5

পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এই ধ্রুব সত্য যখন গ্যালিলিও প্রমাণ করেছিলেন তখন মানতে রাজি হননি সে সময়ের ক্যাথলিক চার্চের প্রধানরা।

6/15

Galilieo_6

Galilieo_6

কিন্তু নিউটন প্রমাণ করে দেখিয়েছিলেন গ্যালিলিও-ই ঠিক। ১৭১৮ সালে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় গ্যালিলিও -র উপর।

7/15

Galilieo_7

Galilieo_7

এরপর ১৭৩৭ সালে পুনরায় সমাধি থেকে গ্যালিলিও-র দেহকে তুলে ব্যাসিলিকা দি সান্তা ক্রোসে সমাধিস্থ করা হয়।

8/15

Galilieo_8

Galilieo_8

সমাধিস্থ করার সময় গ্যালিলিওর হাতের তিনটি আঙুল, দাঁত এবং শরীরের হাড় সংগ্রহ করে রাখেন তাঁর অনুরাগীরা। 

9/15

Galilieo_9

Galilieo_9

ইউনিভার্সিটি অব পাদুয়ায় গ্যালিলিও-র সেই হাড় সংরক্ষণ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে অনেক বছর ধরে শিক্ষকতা করিয়েছেন গ্যালিলিও।

10/15

Galilieo_10

Galilieo_10

কিন্তু তাঁর দাঁত এবং আঙুল একের পর এক হাতবদল হতে থাকে। 

11/15

Galileo_11

Galileo_11

২০০৯ সালে এক নিলামে সপ্তদশ শতাব্দীর একটি বাক্স কেনেন অ্যালব্র্যাটো ব্রুসচি নামে এক ব্যক্তি। 

12/15

Galilieo_12

Galilieo_12

অ্যালব্র্যাটো এবং তাঁর মেয়ে সেই বাক্স খুলে দেখলেন, সেখানে রয়েছে দাঁত এবং তিনটি আঙুল। তাঁদের বুঝতে অসুবিধা হয়নি এই ‘সম্পদ’গুলি গ্যালিলিওরই।

13/15

Galilieo_13

Galilieo_13

সত্যতা যাচাই করতে তাঁরা জাদুঘরে পাঠান ওই বাক্সটি।  অনেক গবেষণার পর প্রমাণ হয় শরীরের অঙ্গগুলি গ্যালিলিওরই।

14/15

Galilieo_14

Galilieo_14

ব্যাসিলিকা দি সান্তা ক্রোস-এ মুসিও গ্যালিলিও জাদুঘরে গেলেই দেখতে পাবেন ডিম্বাকৃতি কাচের মধ্যে রাখা গ্যালিলিওর মধ্যমা আঙুলটি। এই জাদুঘরের অদূরেই রয়েছে তাঁর সমাধি। 

15/15

Galileo_15

Galileo_15

কত সময় পেরিয়ে কত হাত বদল হয়ে শেষে গ্যালিলিও-র সমাধির কাছেই ফিরে এল তাঁর হাতের আঙুল। যে হাত দিয়েই প্রথম ব্রহ্মাণ্ডের পরিচিতি ঘটিয়েছিলেন তিনি।