1/7
2/7
রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির উত্থান। সেই দলের সঙ্গে সেঁটে গিয়েছে 'হিন্দুত্ববাদী' তকমা। নয়ের দশক থেকে বিজেপিকে নিশানা করতে গিয়ে বিরোধীদের মুখে এক রা 'সাম্প্রদায়িক দল'। যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্মরণ করিয়ে দেয়, তাদের জমানাতেই এপিজে আবদুল কালাম হয়েছিলেন দেশের রাষ্ট্রপতি। ২০১৪ সালে জিতে আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন,'সবকা সাথ, সবকা বিকাশ'। ৫ বছর পর দ্বিতীয়বার ক্ষমতায় এসে জুড়েছিলেন 'সবকা বিশ্বাস'।
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
মুসলিম শিল্পীদের বরাত দিয়েছেন? বিজেপির এক রাজ্য নেতা বলেন,''এটাই তো অপ্রচার। বিজেপি কোনওদিনই মুসলিম বিরোধী নয়। বরং সেকুলারিজমের নামে মুসলিমদের সঙ্গে ভণ্ডামি করে এসেছে বিরোধীরা। ধীরে ধীরে মুসলিম সমাজও বুঝতে পারছে। বিরোধীরা মুসলিমদের ভোটব্যাঙ্ক হিসেবেই দেখে এসেছে। কিছুই উন্নয়ন করেনি। মুসলিমদের ভারতীয় হিসেবে দেখি আমরা।''
7/7
photos