করোনায় ৩ পুলিস কর্মীর মৃত্যু, ৫৫ বছরের ঊর্ধ্বে পুলিকর্মীদের ছুটি দিল মুম্বই পুলিস

Apr 28, 2020, 19:41 PM IST
1/5

৫৫ বছরের বেশি বয়সী পুলিসকর্মীদের বাড়িতে থাকার পরামর্শ দিল মুম্বই পুলিস। গত তিন দিনে পরপর করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মুম্বই পুলিসের তিন কর্মী।  

2/5

 তাঁদের প্রত্যেকেরই বয়স ৫০-এর উপরে। চিকিৎসকদের মতে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বেশি থাকে। এ সকল দিক মাথায় রেখেই ঘোষণা করলেন মুম্বই পুলিসের প্রধান পরমবীর সিং।

3/5

সোমবার করোনাভাইরাসে প্রাণ হারান মুম্বই পুলিসের ট্রাফিক কন্ট্রোল বিভাগের এক হেড কনস্টেবল। এরপর আর ঝুঁকি নিতে চাইল না মুম্বই পুলিস।

4/5

প্রসঙ্গত, দেশের সবথেকে বেশি করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের প্রায় ৫,৫০০ করোনা পজিটিভ কেস ধরা পড়েছে। সোমবার পর্যন্ত খবর অনুযায়ী প্রাণ হারিয়েছেন ২১৯ জন।

5/5

থানে থানারও ৩ পুলিসকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।