মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না একাধিক পড়ুয়া! হতে পারে বছর নষ্ট?

 বছর নষ্টের চিন্তাধারা দানা বেঁধেছে একাধিক ছাত্রছাত্রীর মনে। 

Oct 19, 2020, 12:05 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন:পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্যদের রেজিস্ট্রেশন নিয়ম নিয়ে ফের আতঙ্ক পড়ুয়াদের মধ্যে। আবারও নতুন করে বছর নষ্টের চিন্তাধারা দানা বেঁধেছে একাধিক ছাত্রছাত্রীর মনে। 

2/5

বেশ কয়েক বছর আগে বদলে দেওয়া হয়েছিল রজিস্ট্রেশন পদ্ধতি। সেই নিয়মে কোনও পরীক্ষার্থী ১৩ বছর পূর্ণ না হলে রেজিস্ট্রেশন করতে পারবে না। অনেকেই রয়েছে কম বয়সে পড়াশুনা করে। তাদের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। এই নিয়ম মোতাবেক বছর নষ্ট করে পরের বছর পরীক্ষা দিতে হতে পারে।

3/5

করোনা পরিস্থিতিতে নতুন নিয়ম উদ্বেগ বাড়িয়েছে ছাত্রছাত্রীদের মনে। বলা হয়েছে, ৩১ অক্টোবের মধ্যে ১৩ বছর না হলে তারা বসতে পারবে না  মাধ্যমিক পরীক্ষায়। 

4/5

রেজিস্ট্রেশন ফর্ম ভর্তে দেওয়া হবে না তাদের। দেখা যাচ্ছে ২০০৭ সালে ৩১ অক্টোবরের পর যে সব ছাত্র ছাত্রী জন্ম গ্রহণ করেছে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। 

5/5

এই নিয়ম নিয়ে ফের অভিযোগ এসেছে মধ্যশিক্ষা পর্ষদে। তবে সেদিকে কতটা কর্ণপাত করবে পর্ষদ তা নিয়ে আশঙ্কা রয়ে যাচ্ছে। পর্ষদ জানিয়েছে, প্রত্যেক বছরই এই সার্কুলেশন স্কুল গুলোতে পাঠানো হয়। সারা দেশে জুড়ে এই নিয়ম জারি রয়েছে। এই নিয়ম নতুন নয়। তিন মাসের ছাড়ও থাকে এই নিয়মে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। স্কুল গুলিতে পৌঁছে গিয়েছে রেজিস্ট্রেশন ফর্ম।