অঞ্জন রায় ও নান্টু হাজরা: বিজেপিতে যোগ দিচ্ছেন বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত? শুক্রবার সন্ধেয় সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়ের পদার্পণে উস্কে গেল সেই জল্পনা।
2/8
এদিন সন্ধেয় বিধাননগরের মেয়রের বাড়িতে হাজির হন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর সঙ্গে ছিলেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।
photos
TRENDING NOW
3/8
ঘণ্টাখানেক থেকে সব্যসাচীর আবাস ছাড়েন অগ্নিমিত্রা পল। এরপর ঘরের ভিতরে দীর্ঘক্ষণ ছিলেন সব্যসাচী ও মুকুল।
4/8
বারাসত কেন্দ্রে সব্যসাচী দত্তকে বিজেপি প্রার্থী করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। সেই প্রস্তাব নিয়েই কি সব্যসাচীর বাড়িতে হাজির হলেন বিজেপি নেতা? উঠছে প্রশ্ন।
5/8
তা কী কথা হল? বেরিয়ে এসে মুকুল রায় বলেন,''আমাদের দাদা-ভাইয়ের সম্পর্ক। মাঝেমধ্যেই আসি। ওর স্ত্রী খুব ভীষণ ভাল আলুর দম করে। আজও লুচি-আলুর দম খেলাম''।
6/8
সব্যসাচীর সঙ্গে কী কথা হল? মুকুল রায়ের দাবি, ভারতের রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধ ও খেলা নিয়ে কথা হয়েছে।
7/8
বিজেপিতে কবে যোগ দিচ্ছেন সব্যসাচী দত্ত? মুকুলের সপাটে জবাব, দাদা-ভাইয়ের সম্পর্ক। এসব নিয়ে কথাই হয়নি। সব জায়গায় রাজনীতি টেনে আনা অনুচিত।
8/8
লোকসভা ভোটের আগে রাজনীতিবিদরা রাজনীতি করবেন এটাই তো স্বাভাবিক। হঠাত্ মুকুল রায় কার্যকারণ ছাড়াই সব্যসাচী দত্তের বাড়িতে হাজির হলেন?তাহলে কি ক্রিকেট নিয়ে আলোচনায় আরও একটা উইকেট ফেললেন মুকুল রায়। বলবে সময়।