1/5
এখন আর ঠিকঠাক বলতে পারেন না কোন দলে রয়েছেন তিনি। একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড বলে যাঁকে মনে করা হতো তিনি এখন অসুস্থ। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। ফের তোপসিয়ায় তৃণমূল পার্টি অফিসে গিয়ে হাতে ঘাসফুল পতাকা তুলে নিয়েছিলেন। তার পরেও রয়েছে ধন্দ। সেই মুকুল রায় একুশের সমাবেশের একেবারের শেষলগ্নে এলেন একেবারে ধর্মতলায়। মঞ্চে তখন তৃণমূল নেত্রী-সহ দলের তাবড় নেতারা।
2/5
photos
TRENDING NOW
3/5
4/5
গত বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। ভরাডুবি এই অর্থে যে বাংলায় দুশো আসনের জিগির তুলেছিল বিজেপি। কিন্তু সাতের কোটাতেই থেমে যায় গেরুয়া শিবির। তারপরই পুরনো দলে ফেরেন মুকুল রায়। কিন্তু তাল কাটে কিছুদিনের মধ্যেই। অনুব্রত মণ্ডলকে পাশে নিয়ে মুকুল বলে বসেন, পুর নির্বাচনে বিপুলভাবে জয়ী হবে বিজেপি। মুকুলের ওই মন্তব্য চোখ কপালে ওঠে কেষ্টর। তবে তিনি কোনওরকমে তা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। অনুব্রত বলেন, মুকুলদা আর সেই মুকুলদা নেই। উনি যা বলছেন তা ওঁর অসুস্থতার কারণে। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনি সুস্থ হোন এটাই ঈশ্বরের কাছে চাইছি।
5/5
photos