বিজিবিএস-এর মঞ্চে মমতার ভূয়সী প্রশংসায় মুকেশ, প্রথমদিনেই একাধিক বিনিয়োগ প্রস্তাব
Feb 07, 2019, 17:00 PM IST
1/9
বিজিবিস-এর মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির। জানান, সারা ভারতে মোট বিনিয়োগের দশ ভাগের একভাগ পশ্চিমবঙ্গে করা হয়েছে। যার পরিমাণ ২৮ হাজার কোটি টাকা। আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিচ্ছে রিলায়েন্স।
2/9
শিল্প সম্মেলনের মঞ্চ থেকে ৫০ হাজার কর্মসংস্থানের ঘোষণা রিলায়েন্স কর্ণধারের।
photos
TRENDING NOW
3/9
গত কয়েক বছরে রাজ্যে ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে বলেছে জানান আরপিজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
4/9
৪০০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫,৫০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা আইটিসি-র ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরীর।
5/9
দুবাইয়ের সংস্থা ডিপি ওয়ার্ল্ড-এর ৩০০০ কোটি বিনিয়োগের ঘোষণা।
6/9
শিলিগুড়িতে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে কোকোকোলা।
7/9
পশ্চিমবঙ্গে ১০০০ মেগাওয়াটের পাম্প স্টোরেজ প্রকল্পের ঘোষণা করেন জিন্দল গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দল।
8/9
শিলিগুড়িতে হেলথ সিটি বানানোর পরিকল্পনার কথা শিল্প সম্মেলনে বলেন শিল্পপতি রুদ্র চ্যাটার্জি।
9/9
কুলপিতে নদী বন্দর বানানোর ঘোষণা করণ শিল্পপতি আদানির।