দুমাস পর বাড়ি ফিরে শান্তি নেই ধোনির! রাঁচির 'বড় সমস্যা' নিয়ে টুইট সাক্ষীর
Sep 20, 2019, 14:12 PM IST
1/5
সাক্ষীর টুইট
সেনার ডিউটির জন্য দুমাস তিনি বাড়ির বাইরে ছিলেন। ডিউটি শেষ করে বাড়ি ফিরেও শান্তি নেই এমএস ধোনির। রাঁচিতে এক বড় সমস্যা দেখা দিয়েছে।
2/5
সাক্ষীর টুইট
কয়েক মাস পরই রাঁচিতে বিধানসভা নির্বাচন। তার আগে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস রাঁচি ও সংলগ্ন এলাকার উন্নয়নের কথা বলে চলেছেন। কিন্তু এমন সময় সাক্ষী ধোনির একখানা টুইট তাঁকে বেকায়দায় ফেলতে পারে।
photos
TRENDING NOW
3/5
সাক্ষীর টুইট
রাঁচিতে বিদ্যুত সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই দিনে সাত-আট ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ থাকছে না।
4/5
সাক্ষীর টুইট
সাক্ষী ধোনি এদিন টুইট করে রাঁচির মানুষের সমস্যার কথা তুলে ধরেন। দিনের একটা বড় অংশ লোড শেডিং থাকায় প্রবল সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে। সাক্ষী জানান সেই কথা।
5/5
সাক্ষীর টুইট
টুইটে সাক্ষী লেখেন, "নিয়মিত চার থেকে সাত ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকছে। এখানে গত পাঁচ ঘণ্টা ধরে লোড শেডিং চলছে। আজকের আবহাওয়া ভাল। তা ছাড়া এখন কোনও উত্সবের মরশুমও নয়। তা হলে এমন হচ্ছে কেন! আশা করব সমস্যাটা বিবেচনা করে দেখবে সংশ্লিষ্ট দফতর। "