মাহেন্দ্রক্ষণের সাক্ষী যখন মাহি

| Oct 25, 2018, 09:42 AM IST
1/5

1

মাহেন্দ্রক্ষণের সাক্ষী যখন মাহি

$ কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে টপকে একদিনের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের মালিক এখন বিরাট কোহলি।

2/5

2

মাহেন্দ্রক্ষণের সাক্ষী যখন মাহি

$ বুধবার বিশাখাপত্তনমের বাইশ গজে বিরাট রেকর্ডের সময় ক্রিজে অপর প্রান্তে উজ্জ্বল উপস্থিতি মহেন্দ্র সিং ধোনির। এর আগেও ভারতীয় ক্রিকেটে বেশ কয়েকটি মাইলস্টোনের সাক্ষী থেকেছেন মাহি।  

3/5

3

মাহেন্দ্রক্ষণের সাক্ষী যখন মাহি

$ ২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার নুয়ান কুলশেখারাকে ছক্কা মেরে ২৮ বছর পর ভারতকে বিশ্বকাপ এনে দেন মহেন্দ্র সিং ধোনি নিজেই।

4/5

4

মাহেন্দ্রক্ষণের সাক্ষী যখন মাহি

$ ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে প্রথম দ্বিশতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। সেদিনও ক্রিজে অপর প্রান্তে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

5/5

5

মাহেন্দ্রক্ষণের সাক্ষী যখন মাহি

$ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার কিংসমিডে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছটি ছক্কা মারেন যুবরাজ সিং। উল্টোদিকে ক্রিজে ছিলেন তখন এমএস ধোনি।