আজ মাত্র এক রান করলেই দেশের জার্সিতে ইতিহাস লিখবেন এম এস ধোনি

| Jan 12, 2019, 10:47 AM IST
1/6

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

মাত্র এক রান দূরে তিনি। মাত্র একটা রান। তা হলেই এবার দেশের জার্সি গায়ে ইতিহাস লিখে ফেলবেন মহেন্দ্র সিং ধোনি। 

2/6

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে এখনও দশ হাজার রান পূর্ণ করতে পারেননি ধোনি। রয়েছেন ৯৯৯৯ রানে। অথচ একদিনের ক্রিকেটে সব মিলিয়ে তাঁর রান ১০, ১৭৩। 

3/6

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে মাত্র এক রান করতে পারলেই একদিনের ক্রিকেটে ভারতের হয়ে ১০ হাজার রান পূর্ণ করবেন এমএসডি। 

4/6

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

গত বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ধোনির এই রেকর্ড হওয়ার সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এবার বছরের শুরুতেই হয়তো এত বড় একখানা মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ধোনি। 

5/6

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে ধোনি ১৭৪ রান করেছিলেন। সেই রানটা অবশ্য দেশের জার্সিতে করা স্কোর হিসাবে গণ্য হবে না। ২০০৭-এ তিন ম্যাচের সিরিজে ধোনি এশিয়া একাদশের হয়ে ১৭৪ রান করেছিলেন। 

6/6

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

১০ হাজার রানের দ্বোরগোড়ায় ধোনি

২০১৮ খুব একটা ভাল কাটেনি ধোনির। ১৩ ইনিংসে ধোনির রান মাত্র ২৭৫। গড় ২৫। গত বছর একটা অর্ধশতরানও করতে পারেননি ধোনি। তবে ২০১৯ এর শুরুতে এত বড় মাইলফলক ছুঁতে পারলে ধোনির আত্মবিশ্বাস যে এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, তা বলাবাহুল্য।