অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানালেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে শুধু শুভেচ্ছা নয়, সেই সঙ্গে বেশকিছু বিষয়ে সতর্কও করেছেন মিমি।
2/5
মিমি বলেন, ''এবছর হাইকোর্টের নির্দেশে ও মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এবছর শব্দবাজি ফাটানো ও দূষণ করা নিষেধ। মিমির কথায় কোভিড ১৯ এর এই সময়ে পরিবেশকে যতটা দূষণ মুক্ত রাখব, ততটা আমাদের পক্ষে ভালো।''
photos
TRENDING NOW
3/5
মিমি আরও বলেন, ''বাজি থেকে যে দূষণ হয়, তাতে আমাদের বাড়ির গুরুজনদেরও পশুপাখিদের খুবই কষ্ট হয়। এই কঠিন সময় আমাদের কাছে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে। তবে আমরা নিয়মবিধি মেনে চললে করোনাকে হারাতে পারব বলে আমার বিশ্বাস।''
4/5
পাশাপাশি দীপাবলিতেও কেউ যাতে মাস্ক পরতে, হাত স্যানিটাইজ করতে না ভোলেন, সেকথা মনে করিয়ে দেন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।
5/5
প্রসঙ্গত, দীপাবলি কাটাতে বৃহস্পতিবারই নিজের দেশের বাড়ি জলপাইগুড়িতে যান মিমি। সেখানে পাড়ার ক্লাবের পুজো উদ্বোধনও করেন।