Weather Update: ৩দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে একটানা নয়

Jun 27, 2021, 15:43 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বর্ষাকালের প্রবল বৃষ্টি আবার জুলাইতে, আবহাওয়ার এমনই পূর্বাভাস। মুশলধারে একটানা বৃষ্টির জন্য অপেক্ষা এখন সপ্তাহখানেকের। তবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সামান্য বৃষ্টিপাত হবে। এই সময় প্যাচ প্যাচে গরম বাড়বে।  

2/5

ঝাড়খণ্ডে বিরাজ করছে ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা ঝাড়খন্ড থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যার জেরে বাংলায় তিন দিন ধরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

3/5

 আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়ায় ৩০ জুন পর্যন্ত এমনই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

4/5

উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে, দুই দিনাজপুরে, মালদা, দার্জিলিং,কালিম্পংয়ে। 

5/5

এদিকে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে। ৩০ জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।