Bengal Weather Update: কেমন থাকবে বুধবারের আবহাওয়া? জেনে নিন, বর্ষা কবে ঢুকছে বাংলায়...

Bengal Weather Forecast: অবশেষে স্বস্তির সংবাদ। ১৪ জুনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘুচবে দহন।

| Jun 11, 2024, 17:27 PM IST

অয়ন ঘোষাল: আজ এবং আগামী কাল হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। ১৪ জুনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা। অবশেষে এল স্বস্তির সংবাদ। এবার ঘুচবে দহনজ্বালা। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বিকেলের আবহাওয়ার প্রেস মিটে জানিয়ে দিলেন প্রয়োজনীয় তথ্য।

1/6

কমলা সতর্কতা

জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। (তথ্য: অয়ন ঘোষাল) 

2/6

ভারী থেকে অতি ভারী

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে এই দুই জেলায়। (তথ্য: অয়ন ঘোষাল) 

3/6

ঝোড়ো হাওয়া

মালদা এবং  দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, সঙ্গে ২০ থেকে ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। (তথ্য: অয়ন ঘোষাল) 

4/6

তাপপ্রবাহ

তাপপ্রবাহের সতর্কবার্তা আছে বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুরে। (তথ্য: অয়ন ঘোষাল) 

5/6

লাল সর্তকতা

আগামীকাল ১২ জুনে লাল সর্তকতা জারি হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই দুই জেলায়। (তথ্য: অয়ন ঘোষাল) 

6/6

জেলায়-জেলায়

তবে, বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। (তথ্য: অয়ন ঘোষাল)