Monami Ghosh: ‘প্রথম কোরিয়ান ছবি...’ বুসানে নয়া জার্নি মনামীর...

Monami in Korea: ছোটপর্দা থেকে বড়পর্দা, সর্বত্রই তাঁর অবাধ যাতায়াত। সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে অভিনেত্রীর পায়ের তলায় সর্ষে। যেমন চুটিয়ে কাজ করেন সেরকমই ঘুরে বেড়ান দেশ বিদেশে। এবার কোরিয়ায় হাজির নায়িকা।

| May 23, 2023, 20:10 PM IST
1/8

কোরিয়ায় মনামী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে মনামী ঘোষের।  

2/8

কোরিয়ায় মনামী

সম্প্রতি সিওল থেকে একের পর এক ছবি ও ভিডিয়ো পোস্ট করছেন অভিনেত্রী।  

3/8

কোরিয়ায় মনামী

কিছুদিন আগেই থাইল্যান্ডে গিয়ে একের পর এক বিকিনি ফটোশ্যুটে অনুরাগীদের ঘুম কেড়েছিলেন মনামী।  

4/8

কোরিয়ায় মনামী

মঙ্গলবার একগুচ্ছ ছবি পোস্ট করে মনামী লেখেন, ‘প্রথম কোরিয়ান ছবি...’  

5/8

কোরিয়ায় মনামী

মনামী লেখেন, ‘প্রথম কোরিয়ান ছবি যেটা আমি দেখেছিলাম ২০১৬ সালে, তা ছিল দ্য ট্রেন টু বুসান’।  

6/8

কোরিয়ায় মনামী

অভিনেত্রী আরও লেখেন, ‘তাই সেই অভিজ্ঞতা আমি অর্জন করতে চেয়েছি। অবশ্যই জম্বিদের ছাড়াই’...  

7/8

কোরিয়ায় মনামী

টিকিটের ছবিতে কার্যত পরিষ্কার সিওল থেকে বুলেট ট্রেনে চেপে বুসান যাচ্ছেন মনামী।  

8/8

কোরিয়ায় মনামী

ছবি দেখে অনেকেই সেই সিনেমার স্মৃতি রোমন্থন করেছেন কেউ আবার লিখেছেন মনামীকে কোরিয়ান অভিনেত্রীই মনে হচ্ছে।