দ্বিতীয়াতেই উৎসব শুরু, আই লিগ ট্রফি নিয়ে শোভাযাত্রা মোহনবাগানের, প্রস্তুতি তুঙ্গে

উৎসবের আগেই উৎসব

Oct 18, 2020, 11:24 AM IST
1/6

সুখেন্দু সরকার: সকালে মোহনবাগান তাঁবুতে পতাকা উত্তোলন করেন সচিব সৃঞ্জয় বসু। ছিলেন আই লিগ জয়ী অধিনায়ক ধন চন্দ্র।  হুড খোলা গাড়িতে হবে শোভাযাত্রা।

2/6

 এ যেন উৎসবের আগেই উৎসব। দ্বিতীয়াতেই ফুটবল উত্সব দিয়েই শুরু হয়ে যাচ্ছে বাঙালির দুর্গাপুজো। সব কিছু ঠিকঠাক থাকলে তো এপ্রিলেই আই লিগ চ্যাম্পিয়নশিপের উত্সবে মেতে উঠতেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু করোনার ধাক্কায় সব পরিকল্পনা থমকে গিয়েছিল। (ছবি-সুখেন্দু সরকার)

3/6

আজ মোহনবাগানের আই লিগ জয়ের উৎসব। সকাল ১১টা নাগাদ বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে মোহনবাগানের হাতে আই লিগের ট্রফি তুলে দেওয়া হবে।  (ছবি-সুখেন্দু সরকার)

4/6

তারপর সেই ট্রফি নিয়ে শুরু হবে বিশাল শোভাযাত্রা।  (ছবি-সুখেন্দু সরকার)

5/6

 ইএম বাইপাস-বেঙ্গল ক্যামিকেল-উল্টোডাঙ্গা-অরবিন্দ সেতু- খান্না-ফরিয়াপুকুর-শ্যামবাজার-(U টার্ন)হাতিবাগান-হেঁদুয়া-গিরিশ পার্ক-সেন্ট্রাল অ্যাভিনিউ-ধর্মতলা হয়ে মোহনবাগান সমর্থকদের শোভাযাত্রার গন্তব্য মোহনবাগান তাঁবু।  (ছবি-সুখেন্দু সরকার)

6/6

শহরের চারটি জায়গা থেকে সবুজ-মেরুন বেলুন উড়বে শরতের আকাশে। (ছবি-সুখেন্দু সরকার)