কাঁদতে কাঁদতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শাহজাদ
Jun 09, 2019, 17:14 PM IST
1/4
শাহজাদের বিতর্কিত বিবৃতি
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুতে চোট পান আফগানিস্তানের মহম্মদ শাহজাদ। সেই চোট নিয়েই বিশ্বকাপে দুটো ম্যাচ খেলে নেন। তাতেই বিপত্তি ঘটে।
2/4
শাহজাদের বিতর্কিত বিবৃতি
চোট আরও গুরুতর হওয়ায় শাহজাদকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আফগান ম্যানেজমেন্ট। বিবৃতিতে বলা হয়, হাঁটুর চোটের জন্য এবারের মতো বিশ্বকাপ শেষ আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান শাহজাদের।
photos
TRENDING NOW
3/4
শাহজাদের বিতর্কিত বিবৃতি
মহম্মদ শাহজাদ অবশ্য উল্টো কথা বললেন। সংবাদমাধ্যমের জন্য তিনি একটি অডিও প্রকাশ করেছেন। সেখানে কাঁদতে কাঁদতে তিনি বলেছেন, আমি একেবারে ফিট। আমাকে জোর করে বাদ দেওয়া হয়েছে। চোট নিয়ে আমার সঙ্গে বোর্ড একবারও কথা বলেনি।
4/4
শাহজাদের বিতর্কিত বিবৃতি
শাহজাদের এমন বিবৃতির পর বিতর্ক তৈরি হয়েছে। শাহজাদের বদলে ইকরাম আলি খিলকে দলে নিয়েছে আফগানিস্তান। বিশ্বকাপের দুই ম্যাচে শাহজাদের পারফম্যান্স ভাল ছিল না। তার উপর চোট। সে জন্যই বোর্ড তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন আফগান ক্রিকেটের অনেকে।