উয়েফার বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির!

Aug 21, 2018, 10:21 AM IST
1/6

1

উয়েফার বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির!

# বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করল উয়েফা। ২০১৭-১৮ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগে অংশ নেওয়া ৮০টি ক্লাবের কোচ এবং বাছাই করা ৫৫ জন সাংবাদিকের ভোটে সংক্ষিপ্ত তালিকায় তিন ফুটবলারকে নির্বাচন করা হয়েছে।  

2/6

2

উয়েফার বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির!

# ক্রিশ্চিয়ানো রোনাল্ডো : গত দুই বছর এই পুরস্কার জেতেন জুভেন্তাসে যোগ দেওয়া রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন সিআর সেভেন।পর্তুগিজ সুপারস্টার রোনাল্ডো আবার টানা ষষ্ঠবারের মতো প্রতিযোগিতার সেরা ফুটবলার।

3/6

3

উয়েফার বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির!

# লুকা মদ্রিচ : রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে রানার্স হয় মদ্রিচের ক্রোয়েশিয়া। ৩২ বছর বয়সী মিডফিল্ডার জিতে নেন বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল। পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগও জেতেন তিনি।

4/6

4

উয়েফার বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির!

# মোহামেদ সালাহ : লিভারপুলে অবিশ্বাস্য অভিষেক হওয়া সালহা গত মরশুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেন ৪৪ গোল। মিশরীয় ফরোয়ার্ড দলকে তোলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও।

5/6

5

উয়েফার বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির!

# উয়েফার বর্ষসেরা ফুটবলারের দশ জনের প্রাথমিক তালিকায় নাম থাকলেও তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।  

6/6

6

উয়েফার বর্ষসেরার তালিকায় নাম নেই মেসির!

# উয়েফার বর্ষসেরা ফুটবলারের জন্য লড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মদ্রিচ এবং মোহামেদ সালাহ। পুরস্কার তুলে দেওয়া হবে ৩০ অগাস্ট, চ্যাম্পিয়ন্স লিগের এ মরশুমের ড্র অনুষ্ঠানে।