বিকেলে ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড়বৃষ্টিতে তোলপাড় হতে পারে দক্ষিণবঙ্গ

Jun 07, 2020, 15:47 PM IST
1/5

1

1

ভ্যাপসা গরম থেকে রেহাই মিলতে পারে আজ বিকেলে।

2/5

2

2

আবহাওয়া দফতরের পূর্বভাস মতো আজ বিকেলে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সঙ্গে বৃষ্টি।

3/5

3

3

পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিম মেদনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ভালোরকম বৃষ্টি হতে পারে সঙ্গে ঝড়।

4/5

4

4

আমফানের পর থেকে রাজ্যে বৃষ্টির দেখা নেই। দুর্যোগ কেটে যেতেই ফিরেছে রোদের তেজ ও ভ্যাপসা গরম।

5/5

5

5

কয়েক দিন ধরেই মাঝেমধ্যে মেঘলা হলেও গুমোট কয়েক ঘণ্টা পরেই কেটে যাচ্ছে। তবে আজ কিছুটা স্বস্তি মিলতেও পারে।