1/6
2/6
সমীক্ষাটি যারা করছিলেন তাঁরা বিশেষ ধরণের একটি লাইটের ব্যবহার করেন যার মাধ্যমে মানুষের চামড়ার সঙ্গে বিক্রিয়া করবে এরকম ব্যাকটেরিয়ার খুব সহজেই হদিশ পাওয়া যায়। টয়লেটের সিটে সেই লাইটের ব্যবহার করাতে প্রায় ২০০ টি উজ্জ্বল স্পটের দেখতে পাওয়া যায়, অর্থাৎ সেই উজ্জ্বল জায়গাগুলোয় ব্যাকটেরিয়া রয়েছে। কিন্তু ফোনের ওপর সেই আলো ফেলতে বিশেষজ্ঞদের মুখ হা হয়ে যায়। ফোনে ওই উজ্জ্বল স্পটের সংখ্যা প্রায় ১,৫০০। অর্থাৎ, টয়লেটের সিটের থেকে পায় ৭ গুণ বেশি।
photos
TRENDING NOW
3/6
4/6
তা হলে, ভাবনার বিষয় হচ্ছে স্মার্ট ফোনে এই বিপুল পরিমাণ ব্যকটেরিয়া থাকলে, আমাদের অসুস্থ হওয়ার সম্ভবনাও বেড়ে যাচ্ছে। এই বিষয়ে প্রফেসরের বক্তব্য খানিকটা আশ্বাস দিতে পেরেছে। তাঁর কথা অনুযায়ী, ফোনে থাকা অধিকাংশ ব্যাকটেরিয়া সেই মানুষটার নিজের শরিরেই বিদ্যমান। তাই সেই ব্যাকটেরিয়া থেকে নিজের আলাদা করে অসুস্থ হওয়ার সম্ভবনা প্রায় নেই।
5/6
6/6
photos