''বাংলাদেশ থেকে লোক ঢুকছে, আমাদের বর্ডার পাহারা দিতে দিন'', সরকারের কাছে আবেদন

Oct 17, 2020, 15:44 PM IST
1/5

''বাংলাদেশ ও মায়ানমার থেকে সীমান্ত পেরিয়ে প্রচুর লোক এসেশে ঢুকে পড়ছে। মিজোরাম রেজিমেন্ট গঠন করর অনুমতি দিন। অথবা প্যারামিলিটারিতে মিজোরামের আলাদা ফোর্স গঠন করুন। আমরা সীমান্ত পাহারা দেব।'' কেন্দ্রীয় সরকারের কাছে এমনই আবেদন জানালেন মিজোরামের একমাত্র সাংসদ ভানলাভেনা।

2/5

তিনি দাবি করেছেন, মিজোরাম সীমান্ত দিয়ে ব্যাপক অনুপ্রবেশের জেরে তাঁদের রাজ্যে কর্মসংস্থানের সুযোগ কমে গিয়েছে। মিজো ছেলেমেয়েদের অন্য রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে। তা ছাড়া জাতীয় সুরক্ষার জন্যও মিজোরাম সীমান্তে কড়া পাহারার দরকার রয়েছে বলে জানান তিনি। 

3/5

এর আগে অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিরপিএফে মিজো ব্যাটেলিয়ন আনা হবে। আর এবার সেই কথা মনে করিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে সেনায় মিজো রেজিমেন্ট গঠনের অনুমতি চেয়েছেন একমাত্র মিজো সাংসদ। 

4/5

মায়নমারের সঙ্গে ৪০৪ ও বাংলাদেশ লাগোয়া ৩১৮ কিমি সীমান্ত রয়েছে মিজোরামের। মায়ানমার সীমান্ত পাহারা দেয় অসম রাইফেলস। বাংলাদেশ সীমান্ত পাহারা দেয় বিএসএফ। 

5/5

কে ভালনাভেনা দাবি করেছেন, স্বাধীনতা আন্দোলনেও মিজোরামর মানুষ অবদন রেখেছেন। সাহসিকতার জন্য মিজোদের নামডাক রয়েছে।আর তাই দেশ সেবার কাজে মিজো ছেলেমেয়েদের সুযোগ দেওয়া উচিত।