ডার্ক মোড, দ্রুত ইন্টারফেস, Xiaomi ব্যবহারকারীদের জন্য প্রকাশ্যে এল MIUI 11

Sep 25, 2019, 14:19 PM IST
1/5

প্রকাশ্যে এল Xiaomi-এর নতুন কাস্টম অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেস MIUI 11। Amdroid 10-এর উপর ভিত্তি করে বানানো হয়েছে নতুন ফার্মওয়্যার।

2/5

আরও ঝকঝকে ইউজার ইন্টারফেস, ব্যবহার করার সবিধা ও দ্রুততার দিকে নজর দেওয়া হয়েছে MIUI 11-এ। বিভিন্ন অ্যাপের আইকনগুলি আরও গোলাকার করা হয়েছে। তার সঙ্গে পুরো ইন্টারফেস জুড়ে প্রথমবার ডার্ক মোড যোগ করা হয়েছে নতুন ইউআই-তে। Xiaomi-এর অ্যান্ড্রয়েড ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে এটি একটি বহু প্রতীক্ষিত পরিবর্তন। তা ছাড়া নোটিফিকেশন সাউন্ডের দিকেও দেওয়া হয়েছে নজর।

3/5

বহু দিন ধরেই ডার্ক মোড যোগ করার আর্জি জানিয়েছেন Xiaomi-এর ব্যবহারকারীরা। সেই দিকে নজর রেখেই ডার্ক মোড যোগ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এর ফলে ব্যাটারি কম খরচ হবে, ফোন দ্রুততর হবে এবং ফোন দেখেতেও বেশ আধুনিক লাগবে।

4/5

অ্যানিমেশনের ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। নোটিফিকেশন সিস্টেমের ইন্টারফেসে আনা হয়েছে পরিবর্তন।

5/5

আগামী ২৭ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে MIUI 11-এর বেটা ভার্সান। সম্পূর্ণ ভার্সান পেতে অপেক্ষা করতে হবে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বিভিন্ন মডেলে আসতে থাকবে আপডেট।