1/9
2/9
photos
TRENDING NOW
3/9
কম্বোডিয়াজুড়ে আনুমানিক ৬০ লাখ মাইন পুঁতে রাখা আছে বলে ধারণা করা হয়ে থাকে। সেসব মাইন শনাক্তের কাজেই একদা আফ্রিকার তাঞ্জানিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে নিয়ে আসা হয়েছিল মাগাওয়াকে। ১৯৯০ সাল নাগাদ বেলজিয়ামে একটি সংস্থায় অনেক ইঁদুরকে মাইন শনাক্তের প্রশিক্ষণ দেওয়া হয়। এসব ইঁদুরকে বলা হয় 'হিরো র্যাটস'। মাগাওয়া সেই সাহসী ইঁদুরেরই অন্যতম। মাগওয়ার ওজন ১ কিলোগ্রাম ২০০, লম্বায় সে ৭০ সেন্টিমিটার।
4/9
5/9
6/9
নিষ্ঠার সঙ্গে মানুষের প্রাণ বাঁচানোর গুরুদায়িত্বটি পালনের স্বীকৃতিস্বরূপ গত বছরেই মাগাওয়া পিডিএসএ স্বর্ণপদক অর্জন করেছিল। প্রাণীদের সাহসী কর্মকাণ্ডের জন্য এই পদক দেওয়া হয়। এ সম্মাননাকে বলা হয় প্রাণীদের জন্য 'জর্জ ক্রস পদক'। সাহসিকতার জন্য ব্রিটিশ সরকারের সর্বোচ্চ পদক 'জর্জ ক্রস'। ওই সংস্থাটির ৭৭ বছরের ইতিহাসে মাগাওয়াই প্রথম প্রাণী, যে পিডিএসএ অর্জন করল।
7/9
8/9
9/9
photos