আদিবাসী মহিলাদের জন্য ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে বল পায়ে দৌড়ালেন মিমি

Dec 10, 2020, 19:36 PM IST
1/15

বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে নরেন্দ্রপুর থানা এলাকার পাইলেন গ্রামে আদিবাসী মেয়েদের জন্য ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হল। 

2/15

বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে গিয়েই বল পায়ে দৌড়াতে দেখা গেল সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। 

3/15

এই ফুটবল স্কুলে আপাতত সপ্তাহে দুদিন প্রশিক্ষন দেওয়া হবে ৷ এখানকার মেয়েরা যাতে কলকাতা ডিভিশনে খেলতে পারে সেই লক্ষ্যেই এই প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। 

4/15

আগামী তিন বছরের মধ্যে এই লক্ষ্যপুরণের চেষ্টা করা হবে বলে জানান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন ৷

5/15

প্রাথমিকভাবে মোট ৬০জনকে নিয়ে ফুটবল প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে৷ এরমধ্যে প্রাথমিক তালিকায় ৩০জনকে ধরা হয়েছে ৷ 

6/15

তবে শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণ নিতে আসা আদিবাসী মহিলাদের খাবারের ব্যবস্থাও করা হয়েছে।   

7/15

বাইরে থেকে প্রশিক্ষকরা এসে এখানে প্রশিক্ষণ দেবেন বলে জানান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন ৷

8/15

এই কেন্দ্রের উদ্ধোধন অনুষ্ঠানে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন, যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ছাড়াও ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম।

9/15

আদিবাসী মহিলাদের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে এসে বল পায়ে দৌড়াতে দেখা যায় মিমিকে। 

10/15

আদিবাসী মহিলাদের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন ও সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম।

11/15

অন্যদিকে বৃহস্পতিবারই পাটুলি মেলা ময়দানে 'দুয়ারে সরকার' কর্মসূচি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মিমি।

12/15

দুয়ারে সরকার অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপভোক্তা লাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার পাশে দাঁড়াতে দেখা যায় যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তীকে। 

13/15

কর্মসূচি কেন্দ্রে প্রবেশ করে মিমি দেখেন লাইনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা মহিলা। সঙ্গে সঙ্গে তিনি নিজে দায়িত্ব নিয়ে বৃদ্ধাকে সহায়ক টেবিলের সামনে নিয়ে গিয়ে সাহায্য করেন। 

14/15

পাশাপাশি উপস্থিত সকল উপভোক্তা দের কাছে হাত জোর করে বয়ষ্কাদের সাহায্য করার জন্য অনুরোধ করেন মিমি।

15/15

উপস্থিত বাসিন্দাদের হাতে স্বাস্থ্য সাথীর কার্ডও তুলে দেন মিমি৷ যদিও এদিন যেখানে অল্প সময়ের জন্য উপস্থিত হয়ে ছিলেন সাংসদ মিমি চক্রবর্তী।