La Liga 2018-19: মেসির গোলে লিগ জয় বার্সেলোনার, রেকর্ড এলএমটেনের

| Apr 28, 2019, 16:04 PM IST
1/7

1

লেভান্তেকে হারালেই লিগ জিতে নেবে বার্সেলোনা। এমন পরিসংখ্যান সঙ্গে নিয়েই নু ক্যাম্পে শনিবার মাঠে নেমেছিল বার্সা।

2/7

2

নু ক্যাম্পে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে ৩ ম্যাচ বাকি থাকতেই টানা দ্বিতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হল বার্সেলোনা।

3/7

3

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে জয়সূচক গোলটি করলেন লিওনেল মেসি।

4/7

4

৩৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮৩। সমসংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৪। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫।

5/7

5

এই নিয়ে টানা দ্বিতীয়বার এবং শেষ এগারো মরশুমে আটবার লা লিগা জিতল বার্সেলোনা। সব মিলিয়ে মোট ২৬ বার চ্যাম্পিয়ন হল বার্সা।  

6/7

6

বার্সেলোনার প্রথম ফুটবলার হিসেবে ১০ বার লা লিগা জয়ের অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি।

7/7

7

আন্দ্রে ইনিয়েস্তাকে টপকে গেলেন মেসি। এতদিন দুজনেরই ন'বার করে লা লিগা জিতেছিলেন বার্সার হয়ে।