God Idol Broken: ভুল করে ভেঙে গেছে ভগবানের মূর্তি? জানুন কী করবেন এরপর...

Dec 15, 2022, 12:42 PM IST
1/5

কী করবেন ভেঙে গেলে

কী করবেন ভেঙে গেলে

মনে করা হয় যে হাত থেকে পরে যদি ভগবানের মূর্তি ভেঙে যায় তাহলে তা অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দেয়। মনে করা হয় এর কারণে পরিবারের কোনও সদস্য বড় ধরনের সংকটে পড়তে পারেন। যদি কোনও মূর্তি অথবা ছবি আপনার হাত থেকে পড়ে এবং ভেঙে যায় তবে তা জলে ভাসিয়ে দিন। ছবির উপর যে কাঁচ লাগানো আছে তা জলে ফেলা উচিত নয়। তাকে মাটিতে পুঁতে দিতে হয়।

2/5

ভাঙা মূর্তির পূজা অশুভ

ভাঙা মূর্তির পূজা অশুভ

সবসময় মনে রাখবেন মন্দিরে রাখা মূর্তি এবং ছবি যেন ভাঙা উচিত নয়। পোড়া ছবি অথবা ভাঙা মূর্তির পূজা অশুভ বলে মনে করা হয়।

3/5

হনুমান চালিসা পাঠ করুন

হনুমান চালিসা পাঠ করুন

যদি আপনার হাতে ভগবানের মূর্তি ভেঙ্গে যায়, তাহলে প্রথমে ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এরপর হনুমান চালিসা পাঠ করুন। ভাঙা প্রতিমা অথবা ছবি পুজোর জায়গায় আবার রাখবেন না। এমন জায়গায় রাখুন যাতে কারোর পা না লাগে।

4/5

আছে দ্বিতীয় বিশ্বাস

আছে দ্বিতীয় বিশ্বাস

মূর্তি অথবা ছবি ভাঙ্গার ব্যাপারে আরও একটি বিশ্বাস আছে। মনে করা হয় পরিবারের উপর আসা দুর্যোগ আটকে গিয়েছে অথবা মূর্তি সব খারাপ প্রভাব নিজের উপর নিয়েছে। তাই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

5/5

পূর্ণ সম্মান এবং শ্রদ্ধায় বিসর্জন

পূর্ণ সম্মান এবং শ্রদ্ধায় বিসর্জন

যদি কোনও মূর্তি ভেঙে যায় তাহলে তাকে কোনও গাছের নীচে অথবা কোনও রাস্তার মোড়ে ফেলে রাখবেন না। একে পূর্ণ সম্মান এবং শ্রদ্ধায় বিসর্জন করা উচিত।