1/5
সৌরঝড়
2/5
উচ্চ চৌম্বক শক্তি সম্পন্ন্ কণা
photos
TRENDING NOW
3/5
যোগাযেগ বিঘ্ন
4/5
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
5/5
ইন্টারনেট ব্ল্যাকআউট
এতে বলা হয়েছে-- সৌরঝড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার চান্স রয়েছে ১.৬ শতাংশ থেকে ১২ শতাংশের মতো। যা আমাদের ডিজিটাল পৃথিবীকে নষ্ট করে দিতে পারে। সমুদ্রের তলা দিয়ে যে কেবল গিয়েছে যা বিভিন্ন মহাদেশকে যুক্ত করেছে সেখানে বড়রকম ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে। আসলে সাম্প্রতিক অতীতে এই মাপের সৌরঝড় ঘটেনি। তাই সেটা ঘটলে তার কী রকম প্রভাব পড়বে সেটা অনুমানও করা যাচ্ছে না।
photos