মরশুমের প্রথম ইলিশে ভর্তি বাজার, দাম কত? বিক্রেতারা জানালেন 'বড় কথা'

Jul 07, 2020, 11:58 AM IST
1/7

নিজস্ব প্রতিবেদন : মরশুমের প্রথম ইলিশ বাজারে। মাছ সাজিয়ে বসে বিক্রেতারা। কিন্তু দেখা মিলছে না ক্রেতার।

2/7

আপাতত ছোট ইলিশ এসেছে। দাম ৬০০-১০০০ টাকা। কিছুদিনের মধ্যে আরও ইলিশ আসবে বলে জানাচ্ছেন বিক্রেতারা। 

3/7

যদিও ক্রেতার দেখা কতটা মিলবে, তা নিয়ে সন্দিহান বিক্রেতারা। বিক্রেতাদের কথায়, গত বছরের তুলনায় চাহিদা প্রায় নেই বললেই চলে।   

4/7

কেউ-ই বিশেষ খোঁজ নিচ্ছেন না ইলিশের। ফলে বড় ইলিশ আনলেও আদতে কজন কিনবেন প্রশ্ন ব্যবসায়ীদের। 

5/7

এদিকে লকডাউনে গঙ্গার জলের মান উন্নত হয়েছে। তাই মিঠে জল খেতে আসা ইলিশের স্বাদ এবার ভালো হবে বলে মনে করছেন অনেকেই। 

6/7

তার উপর ৩ মাস বন্ধ ছিল মাছ ধরা।  ফলে খোকা ইলিশ এবার ধরা পড়েনি। ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য পর্যাপ্ত সময় মিলেছে।  

7/7

তাই এবার বড় ওজনের মাছ বেশি পাওয়া যাবে বলে জানিয়েছিলেন মৎস্যজীবীরা। কিন্তু মরশুমের শুরুতেই বিক্রির হাল দেখে হতাশ বিক্রেতারা।