1/5
2/5
হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন এনে সম্পূর্ণ ব্যবস্থাটাই বদলে ফেলেছে জিনপিং প্রশাসন। নতুন এই আইনের কোপে হংকংয়ে বিঘ্নিত হয়েছে স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার। হংকংয়ের স্বায়ত্তশাসন একেবারেই ভেঙে দেওয়া হয়েছে। এমনকি এই আইনের প্রতিবাদের সময় জিনপিং প্রশাসন টিকটককে সেন্সর করতে চেয়েছিল। অভিযোগ, গ্রাহকদের তথ্য পর্যন্ত হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল চিন সরকার।
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
চিনের ByteDance কোম্পানি টিকটক চালায়। সেই কোম্পানির বর্তমান মাথা ওয়াল্ট ডিজনির প্রাক্তন কো এক্জিকিউটিভ কেভিন মেয়ারস। তাঁর তত্ত্বাবধানে প্রায় দেড় লক্ষ গ্রাহক ছিল হংকংয়ে। তথ্য নিরাপত্তার স্বার্থে ভারত টিকটক-সহ ৫৯ টি চিনা অ্যাপকে ব্যান করেছিল। যদিও টিকটক বারবার দাবি করে এসেছে তাঁরা চিনকে কোনও গ্রাহকের তথ্য দেয়নি।
photos